চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে ২ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান বলেন, ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cvasu.ac.bd) পাওয়া যাবে।
