ফটিকছড়িতে বাঁশের সাঁকো দিয়ে ৩ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ যাতায়াত

চট্টগ্রাম (ফটিকছড়ি): ঝুকিঁপুর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে ফটিকছড়ি পৌরসভা ও পাইন্দং ইউনিয়নের ৩ গ্রামের মানুষ। জীবনের ঝুকিঁ থাকা সত্ত্বেও প্রতিদিন পারাপার করতে হচ্ছে শিশু,নারী-পুরুষ ও কোমলমতি ছাত্রছাত্রীসহ হাজারহাজার মানুষকে। নড়বড়ে সাঁকোটি ভেঙে পড়ে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফটিকছড়ি সদর-বেড়াজালী বিকল্প সড়কের বাইন্না পাড়ার উত্তর পার্শ্বে ও তেতুলগাছ নামক স্থানের পশ্চিম পার্শ্বে ধুরুং খালের বেঁড়িবাধ ভেঙে ওই সড়কে সৃষ্টি হয় বিরাট আকারের গর্ত। ফলে গত দুই সপ্তাহ ধরে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে নির্মাণ করা হয় বাঁশের সাঁকোটি। সাঁকোটি দেখে মনে হয় এ যেন মরণফাঁদ। মানুষ পারাপর হওয়ার সময় সাঁকোর বাঁশের খুঁটিগুলো কেঁপে ওঠে। তার পরেও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ড ও পাইন্দং ইউনিয়নের শ্বেতকুয়া ও বেড়াজালী গ্রামের হাজারো মানুষকে।

স্থানীয় এলাকাবাসী জানান, বিকল্প কোনো সড়ক না থাকায় তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এ সাঁকো দিয়ে। সড়কটি দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর। এব্যাপারে পাইন্দং ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য মুনসুরুল আলম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে আমি একটা বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছি এবং পানি উন্নয়ন বোর্ড বরাবর দরখাস্ত করেছি। তাছাড়া এটা দ্রুত সংস্কার করার জন্য চেয়ারম্যানকে অবহিত করেছি। আশা করি শীঘ্রই এটা সংস্কার করা হবে।