চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৬-২০১৭ অর্থবছরের প্রাক্কলিত বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। শনিবার সকাল ১১টায় চবি চারুকলা ইনস্টিটিউটের সভা কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটি (এফ.সি) ও সিন্ডিকেটের ৫২ তম যৌথ সভায় এ বাজেট অনুমোদন করা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভায় ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য ২শ ২১ কোটি ৬ লাখ টাকা এবং ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ২শ ৭৩ কোটি ৮০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়।
সভায় বাজেট উপস্থাপন করেন চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ফরিদুল আলম চৌধুরী। আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য সিনেট সভায় এ বাজেট পেশ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন- চবি সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, রাষ্ট্রপতির একান্ত (সচিব) সম্পদ বড়–য়া, চবি উপ উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা।
