চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ২৫৫০ ইয়াবাসহ এক নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার গভীর রাতে নগরীর পাথরঘাটা ইকবাল রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাহমুদা (৩৯) এবং ওমর ফারুক (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহমুদার কাছ থেকে ১ হাজার এবং ওমর ফারুকের কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে আসেন তারা। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।