
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এনআরবিদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ, বাণিজ্য এবং রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করেন।
১১ মার্চ বাংলাদেশ হাইকমিশন, লন্ডন (বিএইচসিএল) আয়োজিত “বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ: সুযোগ ও চ্যালেঞ্জ” শীর্ষক এক বিজনেস রাউন্ডটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার আবিদা ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে ব্রিটিশ-বাংলাদেশি চেম্বার অব কমার্স, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য, শীর্ষস্থানীয় ব্রিটিশ-বাংলাদেশি আমদানিকারক, সম্ভাব্য উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শকরা অংশ নেন।
আলোচনায় বাংলাদেশের বিনিয়োগ-বান্ধব সংস্কার কার্যক্রম, টেকসই ও পরিবেশবান্ধব অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং ইএসজি (পরিবেশ, সামাজিক ও সুশাসন) ভিত্তিক বিনিয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়।
হাইকমিশনার স্বাগত বক্তব্যে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং অন্যতম প্রধান বিনিয়োগকারী। বর্তমানে ২০০টিরও বেশি ব্রিটিশ বহুজাতিক কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে।
নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিডা ও বেজা’র সম্ভাব্য একীকরণ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের এক ছাতার নিচে আনার পরিকল্পনার কথা জানান। তিনি জানান, সরকার স্বল্প সময়ের মধ্যে দ্রুত ও কার্যকর সংস্কারের উদ্যোগ নিচ্ছে।
ইন্টারঅ্যাকটিভ সেশনে ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার অভিজ্ঞতা বিনিময় করেন। তারা ব্যবসার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তুলে ধরে সেগুলো মোকাবেলায় সুপারিশ পেশ করেন। বক্তারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বর্তমান অস্থায়ী সরকার ও বিডার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে ইফতার ও ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার দিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।
