চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজ হওয়ার পর তাসফিয়া আক্তার (৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ছিপাতলী ইউনিয়নের মরা বোয়ালিয়ার মুখ এলাকা থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
তাসফিয়া আক্তার হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুছার দোকান এলাকার অছি উদ্দিন মিস্ত্রীর বাড়ির আলী আকবরের মেয়ে। তিনি স্থানীয় আহমদিয়া নুরাণী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, তাসফিয়া গত মঙ্গলবার বিকালে পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মাইকিং করে নিখোঁজের বিষয়টি এলাকাবাসীকে জানায়। তা ছাড়া বুধবার এ ব্যাপারে থানায় নিখোঁজ ডায়েরী করেন।
তিনি আরও বলেন, বোয়ালিয়ার মুখ এলাকায় লাশটি উপস্থিত লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারের খবর পেয়ে তাসফিয়ার অভিভাবকেরা তার লাশ সনাক্ত করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
