
চট্টগ্রামের হাটহাজারীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) রাতে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিএনপি নেতাকে শোকজ
হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুরকে (শুক্কুর মেম্বার) তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাটহাজারী পৌরসভায় রাতের আঁধারে কবরস্থানের জায়গা দখল করে ঘর নির্মাণ করা হচ্ছে। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে। একইসঙ্গে, জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে আব্দুস শুক্কুর জানান, ভিডিওটি ভিত্তিহীন। তিনি দাবি করেন, যেখানে ঘর তৈরি করা হয়েছে সেটি কবরস্থান নয়, নাল জমি। জায়গাটি চট্টগ্রাম আন্তঃজেলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ১০৬৬) কেনা এবং তারাই সেখানে ভবন নির্মাণ করছে। তিনি ওই সংগঠনের উপদেষ্টা মাত্র।
শুক্কুর আরও বলেন, ভিডিওটি আসলে ট্রাক শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা শেষে স্থান পরিদর্শনের। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেবেন বলে জানান।
যুবদল নেতা বহিষ্কার
একই দিন রাতে হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান এবং যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুমানমর্দন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবদুল মান্নানকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মান্নানকে গুমানমর্দন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ ও সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
