চট্টগ্রাম: অভিনব কায়দায় গাড়ির কাগজ চুরি করার পর সেই কাগজ ফিরিয়ে দিতে গাড়ির মালিকের কাছে টাকা দাবির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার আবুল হাশেম (৪৪) মিরসরাই উপজেলার তারাকাঠিয়া গ্রামের বাসিন্দা।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বলেন, রাস্তায় চলাচল করা বিভিন্ন হিউম্যান হলারের কাগজপত্র চুরি করে আসছিল একটি চক্রটি। পরে মালিককে ফোন করে টাকার বিনিময়ে কাগজ ফেরত দেয় তারা। এ ধরনের কয়েকটি ঘটনার অভিযোগ ও পাহাড়তলী থানায় একটি মামলার প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে গাড়ির কাগজ ফিরে পেতে টাকা দেওয়ার কথা বলে নগরীর কোতোয়ালীর মোড় থেকে কাগজপত্রসহ হাশেমকে গ্রেফতার করা হয়।
