
সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে দেশকে ভিন্ন পথে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই এবং সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নগরীর কাজীর দেউরী মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পথচারী ও অসহায় রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, “ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের আরও সতর্ক থাকতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, “সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত। একটির জন্য আরেকটিকে থামিয়ে রাখা যাবে না।” জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি পূরণে অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবের কথা উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর বাইরেও ভালো কোনো প্রস্তাব গ্রহণে প্রস্তুত। তিনি বলেন, “ইনশাল্লাহ জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কার করবে।”
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। এদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণকে তাদের ভোটাধিকার ফেরত দিন, রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দিন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, “বিগত আওয়ামী সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীরা রাজপথে রক্ত দিয়েছে, জেলে গিয়েছে, প্রাণ হারিয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙতে পারেনি। বিএনপি আজ অনেক শক্তিশালী।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপিকে থামানোর চেষ্টা না করে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া উচিত।
কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো. হাসানের সভাপতিত্বে ও যুবদল নেতা মাঈনুদ্দিন খান রাজিবের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য মসিউল আলম স্বপন, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সাবেক নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, আমিন উল্লাহ, ইসমাইল হোসেন লেদু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
