চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ২৪টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় মোঃ সেলিম উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তিকে ১০ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহেনূর এই রায় ঘোষণা করেন।
চট্টগ্রামের ফটিকছড়ির রোসাংগীরির মৃত সুলতান আহমদের ছেলে সেলিম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর পিপি মোঃ ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৪ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শেষে একই বছরের ৪ নভেম্বর অভিযোগপত্র দেয় পতেঙ্গা থানা পুলিশ। ২০১৫ সালের ৯ জুন অভিযোগ গঠন করা হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে রায় ঘোষণা করেন আদালত।
