দেশজুড়ে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর


মাসব্যাপী সিয়াম সাধনার পর বাংলাদেশে আজ সোমবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন মুসলিম সম্প্রদায়। রোববার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় বৈঠকে বসে বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। চাঁদ দেখার ঘোষণার পরপরই দেশজুড়ে ঈদের আবহ ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমে বেজে ওঠে কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’।

ইসলামের ধর্মীয় রীতি অনুযায়ী, হিজরি রমজান মাসের রোজার পরই শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। সেই হিসাবে এবার ২ মার্চ রমজান শুরু হয়েছিল।

ঈদ উপলক্ষে আজ মুসলিম পরিবারগুলোতে সাধ্যমতো বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। শিশুরা নতুন পোশাকে সেজে উঠছে, অপেক্ষায় আছে নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়ার। সকালেই ধর্মপ্রাণ মুসল্লিরা গোসল সেরে, মিষ্টিমুখ করে ঈদের জামাতে অংশ নিতে ঈদগাহ ময়দানে সমবেত হন। নামাজ আদায় শেষে তারা পরস্পর কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনেকেই এরপর ছুটে যান কবরস্থানে, প্রয়াত প্রিয়জনদের আত্মার মাগফিরাত কামনায়। দিনভর চলবে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িতে যাওয়া-আসা, সাক্ষাৎ আর আনন্দ-আড্ডা।

প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি সকলকে ‘আনন্দময় ঈদ মোবারক’ জানান এবং দেশবাসীর শান্তিপূর্ণ ভ্রমণ ও পরিবারের সঙ্গে আনন্দময় ঈদ উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে তাদের আত্মীয়স্বজনের কবর জিয়ারত করা, দরিদ্র প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আপনার সন্তানদের আত্মীয়স্বজনের সাথে পরিচয় করিয়ে দিন—এটাই আমার ইচ্ছা।”

এছাড়া, অধ্যাপক ইউনূস ঈদের সময় সব ধরনের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো উসকানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি সকলের জীবন অর্থপূর্ণ ও আনন্দময় হওয়ার জন্য প্রার্থনা করে বলেন, “আল্লাহ আমাদের সকলকে সাহায্য করবেন।”