চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার একটি দোকান থেকে আব্দুল হামিদ নামে ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গোচরা এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
হামিদ রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের আহমেদ ছাফার ছেলে। তিনি ফেরি করে বেকারি পণ্য বিক্রি করতেন।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বলেন, অপু নামে এক যুবকের দোকান থেকে হামিদের লাশটি উদ্ধার করা হয়। অপুর খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে অপু ও তার সহযোগীরা হামিদকে পিটিয়ে খুন করে লাশ দোকানে ফেলে যায় বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
