দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত, সিলেটে বৃষ্টির সম্ভাবনা


রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী, যশোর, ঢাকা, ফরিদপুর এবং রাঙ্গামাটি – এই আটটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজও (মঙ্গলবার, ১ এপ্রিল) অব্যাহত থাকতে পারে। একইসাথে দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বললেই চলে, যার ফলে সারাদেশে গরমের অনুভূতি বজায় থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সোমবার সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ আজ (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং তার পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই দুই দিনও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, সারাদেশেই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পূর্বাভাস সময়কালের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে।