শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

| প্রকাশিতঃ ২৬ জুন ২০১৬ | ৮:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত এসআই মোঃ আফতাব এর স্ত্রী সাথী আক্তারের আত্মহত্যা করেছেন।

রোববার দুপুরে নগরীর কোতোয়ালী থানার লাভলেন এলাকার বাসায় এই ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার এসআই রাজু আহমেদ জানান, বাসার একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তা আফতাবের স্ত্রী সাথী। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপুর ১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তবে কি কারণে সাথী আত্মহননের পথ বেছে নেন তা জানাতে পারেননি উপপরিদর্শক রাজু আহমেদ।