চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে ১১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট এক নম্বর গেইটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শামছুল আলম ওরফে কান ফুরু (৩২), মো. নজিমুল ওরফে নজিমুল্লাহ (২২) ও মো. রফিক(৩০)।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়টি সাদা পলিথিন বাজার ব্যাগের ভিতরে রাখা পলিথিন মোড়ানো অবস্থায় ১১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে তিনজনকে গ্রেফতার করা হয়।
