চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে চোরাই গাড়িসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগরীর মুরাদপুর, জেলার ফটিকছড়ি ও কক্সবাজারে দুদিন অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইউসুফ (৬০), লিটন সেন (৩৪), মো. হায়দার আলী (৩৪) ও মো. নুরুল আলম (২৩)।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এম হুমায়ুন কবীর বলেন, ইউসুফ ও লিটনকে চট্টগ্রাম থেকে এবং বাকি দুজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে চোরাই পাঁচটি মাইক্রোবাস, তিনটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ চোরচক্রের সঙ্গে থাকা অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
