
নগরীর কিংসপার্ক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রাম-১১ আসনে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতারা। শুক্রবার আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর জনাব শফিউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে চট্টগ্রাম-১১ আসনের জনগণ জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।” তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, “অতীতের ফ্যাসিবাদীরা দেশের সকল সেক্টর ধ্বংস করে গেছে।” তিনি চট্টগ্রাম-১১ আসনকে (বন্দর-পতেঙ্গা) জামায়াতের ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে উল্লেখ করে বলেন, সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সংগঠনের ব্যাপক প্রসার ঘটেছে এবং আগামী নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য কর্মীরা প্রস্তুত। তিনি একটি দুর্নীতি ও শোষণমুক্ত কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনাব শফিউল আলমকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি ও সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শফিউল আলম বলেন, “জুলাই বিপ্লবের শহীদেরা বাংলাদেশের দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নের কথা লিখে গেছেন। দেশের মানুষ বারবার সরকার পরিবর্তন দেখেছে এবং এখন তারা প্রকৃত পরিবর্তন চায়।” তিনি উল্লেখ করেন, জনগণ জামায়াতের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে এবং সেই প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। নির্বাচনের এখনও সময় বাকি থাকলেও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, “ইনশাআল্লাহ বন্দর, ইপিজেড, সদরঘাট এবং পতেঙ্গার দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের চেতনায় সকলের বসবাসযোগ্য বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই আসনে ইনশাআল্লাহ ভোট বিপ্লব করা হবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্ম যারা গত ১৮ বছর ভোট দিতে পারেনি, তারা এবার সঠিক নেতৃত্ব বেছে নেবে।
বন্দর থানা আমীর জনাব মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনীতে আরও বক্তব্য রাখেন বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন, বন্দর থানা সেক্রেটারি জনাব ইকবাল শরীফ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ জাকের হোসেন, জনাব আহমেদ ফিরোজ, হাফেজ আবদুল আলীম, কামরুল হাসান, জিএম কামরুজ্জামান, শামসুল আলম, জাহেদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আগামী নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
