
গণমানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছাতে আসন্ন ‘দাওয়াতী পক্ষ’-এ সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, জনগণ জামায়াতে ইসলামীকে আগামী দিনের বাংলাদেশ পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহজাহান আরও বলেন, বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সর্বস্তরে গুণগত পরিবর্তন চায়। জনগণ দুর্নীতিমুক্ত প্রশাসন, ভারতীয় আধিপত্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং মৌলিক ও মানবাধিকারের নিশ্চয়তা প্রত্যাশা করে, যেখানে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া ও অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি নুরুল হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, জেলা মজলিসে শূরা সদস্য ডা. আবদুল জলিল সহ বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভার নেতৃবৃন্দ।
সমাবেশে আসন্ন দাওয়াতী কার্যক্রম সফল করার পাশাপাশি সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
