চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের এক কলোনিতে গ্যাসের চুলায় আগে রান্না করা নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। মঙ্গলবার সকালে বাকলিয়ার লতিফ কলোনিতে এ ঘটনার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মো. জামাল (৩৪) চট্টগ্রাম নগরীতে অটোরিকশা চালাতেন। বাকলিয়া এলাকার লতিফ কলোনিতে পরিবার নিয়ে থাকতেন কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা জামাল।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, সেমিপাকা অনেক ঘর নিয়ে লতিফ কলোনি গড়ে উঠেছে। ভাড়াটিয়াদের জন্য ঘরের বাইরে গ্যাসের চুলা দেওয়া হয়েছে। সেখানে ছয়টি পরিবার একটি গ্যাসের চুলায় রান্না করতেন। কার আগে কে ভাত-তরকারি রান্না করবে এ নিয়ে জামালের স্ত্রীর সাথে আলমগীরের স্ত্রীর ঝগড়া বাঁধে। বিষয়টি নিয়ে আলমগীর ও জামাল বিরোধে জড়ালে আলমগীর ছুরি দিয়ে জামালকে খুন করে। পরে পুলিশ গিয়ে আলমগীরকে গ্রেফতার করে।
