
সংগঠনের আদর্শ, শৃঙ্খলা বা জনস্বার্থ বিরোধী কাজে জড়িত থাকার প্রমাণ পেলে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী।
রোববার সন্ধ্যায় নগরীর বিআইএ মিলনায়তনে আয়োজিত জেলা কর্মপরিষদের এক সভায় এ হুঁশিয়ারি দেন দলের নেতারা।
সভায় সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে কিছু স্বার্থান্বেষী মহল ব্যবসায় বাণিজ্যের নামে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে, তারা সংগঠন ও রাজনৈতিক দলের ব্যানারের অপব্যবহার করছে এবং সংগঠনের নাম-পরিচয় বহন করে বিভিন্ন অনৈতিক ও জনক্ষতিকর কাজে সম্পৃক্ত হচ্ছে।”
তিনি আরও বলেন, “অনেক সময় প্রভাব খাটিয়ে প্রশাসনকেও ব্যবহার করে অন্যের উপর জুলুম করছে। চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায় স্বার্থান্বেষী মহলের কর্মকাণ্ডে সামাজিক মূল্যবোধ ও রাষ্ট্রীয় শৃঙ্খলা ব্যাহত করার বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। আমরা এসব অনৈতিকতাকে সংগঠন, দেশ ও সমাজের জন্য হুমকিস্বরূপ মনে করছি।”
জামায়াত নেতাকর্মীদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দেশের প্রচলিত আইন লঙ্ঘন হয় এমন কাজে জড়িত না হওয়ার জন্য আমরা জামায়াতের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানাই।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জামায়াতের ঐতিহ্য ও সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত এবং আইন বিঘ্নকারী কাজে কোনো জনশক্তির জড়িত বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণ করা হবে।”
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, মাওলানা নুরুল হোছাইনসহ জেলা কর্মপরিষদের অন্যান্য সদস্যরা।
