চট্টগ্রামে ইউনাইটেড ফাইন্যান্সের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন—ইউনাইটেড ফাইন্যান্সের আঞ্চলিক প্রধান মো. আশফাকুল হক চৌধুরী, চট্টগ্রাম শাখার প্রধান কাজী মোহাম্মদ ফয়সাল রবিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।

অনুষ্ঠানে আঞ্চলিক প্রধান মো. আশফাকুল হক চৌধুরী বলেন, ‘গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও আমাদের টিমের নিষ্ঠার ফলে ইউনাইটেড ফাইন্যান্স আজ ৩৬ বছরে পদার্পণ করেছে। আগামীতেও আমরা জনসাধারণের আর্থিক অগ্রযাত্রায় সহযোগী হতে প্রতিশ্রুতিবদ্ধ।’

চট্টগ্রাম শাখার প্রধান কাজী মোহাম্মদ ফয়সাল রবিন বলেন, ‘চট্টগ্রামে আমাদের সেবা আরও বিস্তৃত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের পাশে থেকে টেকসই আর্থিক সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

এছাড়া আয়োজনে ছিল কেক কাটা, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় পর্ব। অতিথিরা ইউনাইটেড ফাইন্যান্সের দীর্ঘ পথচলায় নিরবচ্ছিন্ন সেবা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সফলতার প্রত্যাশা জানান।