চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট থেকে তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
মাঈন উদ্দিন লিটন পৌরসভার জামালপুর গ্রামের খায়েজ আহম্মদের পুত্র।
তিনি মিরসরাই উপজেলা ছাত্রদল, যুবদলসহ বারইয়ারহাট পৌরসভা বিএনপির গুরুত্বপূর্ন দায়িত্বে ছিলেন। বারইয়ারহাট পৌরসভার মেয়র পদেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন।
জোরারগঞ্জ থানার এসআই বিপুল দেবনাথ বলেন, বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
