পাকিস্তানে ফের ভারতীয় ড্রোন, এবার পাঞ্জাবে; উত্তেজনা প্রশমনে ইরানের উপমন্ত্রী দিল্লিতে


আজাদ কাশ্মীরসহ অন্যান্য এলাকায় হামলার একদিনের মাথায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আরেকটি ভারতীয় ড্রোন ভূপাতিত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে পাঞ্জাবের গুজরানওয়ালা জেলার একটি মাঠে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জিও নিউজের বরাত দিয়ে খবরে বলা হয়, গুজরানওয়ালার গুজরাট শহরের কাছে ডিঙ্গা এলাকার একটি মাঠে ড্রোনটি বিধ্বস্ত হয়। ভারতীয় বাহিনী ড্রোনটি পাঠিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, তারা নিকটবর্তী একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।

এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার সকালে নয়াদিল্লি পৌঁছেছেন। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

এই পরিস্থিতিতে তেহরান মধ্যস্থতার প্রস্তাব দেয়। এরই অংশ হিসেবে গত সপ্তাহে পাকিস্তান সফরের পর আরাকচি ভারতে এলেন। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে।