
আগামী ১০ মে চট্টগ্রামে অনুষ্ঠেয় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে জেলার লোহাগাড়া উপজেলায় লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদল।
বুধবার বিকেলে লোহাগাড়া উপজেলার বটতলী শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ প্রচারপত্র বিলি করা হয়।
কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এই লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন। আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে যুবদলের উদ্যোগে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লিফলেট বিতরণকালে মাহফুজুর রহমান বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে, জেল, জুলুম ও নিপীড়নের মাধ্যমে, গুম-খুনের মাধ্যমে খুনি হাসিনা ফ্যাসিস্টকে এদেশের মাটি থেকে উৎখাত করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি শুধু ভোটের অধিকারের জন্য। দীর্ঘ ৯ মাস হয়ে গেছে। আমরা যদি এখন ভোটের কথা বলি বিভিন্ন অপশক্তি মহল আমাদেরকে নিন্দা জ্ঞাপন করে। আমাদের নেতা তারেক রহমান তাই তরুণ নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্রীয় কাঠামোতে তাদের অংশগ্রহণের পথ সুগম করতে তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ করার নির্দেশ দিয়েছেন।”
এ সময় তার সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবু সেলিম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহসাংগঠনিক সম্পাদক আরফাত হোসেন, লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সিরাজ ও সদস্য সচিব রাশেদুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
