চট্টগ্রামে জঙ্গি সন্দেহে দুই তরুণ গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামে বিপুল পরিমাণ জিহাদি বইসহ নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সদস্য দুই তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার বাসিন্দা শাকিল (১৯) ও রাহাত (১৮)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিপুল পরিমাণ জিহাদি কাগজপত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন ‘হিজরত’ করার জন্য তারা বগুড়া থেকে কক্সবাজার গিয়েছিলেন। সেখানে তারা ‘তাগুতদের’ (আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য) ওপর হামলা করে অস্ত্র লুটের পরিকল্পনা করেছিল। তবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বেশি থাকায় বিপদ মনে করে তারা কক্সবাজার থেকে চলে আসে। তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।