খাগড়াছড়িতে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে শিশুধর্ষণ মামলায় মোস্তফা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল।

বৃহস্পতিবার ৩০ নভেম্বর দুপুরে জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্যের আদালত ধর্ষককে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর জানান, ২০০৯ সালের ৮ মার্চ দীঘিনালা উপজেলার মধ্যম বোয়ালখালী এলাকায় চার বছর বয়সী একটি শিশু মাইনী নদীতে গোসল করতে গেলে মোঃ মোস্তফা তাকে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় শিশুটির পিতা জিমিত চাকমা বাদী হয়ে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

২০০৯ সালের ৩০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা খোকন চন্দ্র দেবনাথ তদন্ত প্রতিবেদন দায়ের পর আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। যাবজ্জীবন ছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে আদালত ধর্ষক মোঃ মোস্তফাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।