চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন সমাজসেবক আলাউদ্দিন রুবেল।
গত ৮ মে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবু কাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদনের কথা জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, বোর্ডের প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য চার সদস্যের এই অ্যাডহক কমিটি স্মারক ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন করা হলো।
কমিটিতে সভাপতি হিসেবে আলাউদ্দিন রুবেল ছাড়াও শিক্ষক সদস্য হিসেবে মোহাম্মদ জসিম উদ্দিন, অভিভাবক সদস্য হিসেবে আনোয়ারুল করিম এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।
বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী, এই অ্যাডহক কমিটি নিয়মিত ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবে। তবে ২০১১ সালের ১২ এপ্রিল জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডহক কমিটি শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।
এদিকে, আলাউদ্দিন রুবেল শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় স্থানীয়ভাবে অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। শিক্ষানুরাগী হিসেবে তিনি প্রত্যন্ত অঞ্চলের এই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।