
আহা! কী শোভাময়, সুন্দর পাহাড়,
চোখ মেলে দেখি তার রূপের বাহার।
এঁকেবেঁকে বয়ে চলে নদী তার বুকে,
সৌন্দর্যের শেষ নেই, লোকে বলে মুখে।
সবুজ গাছের সারি, বাঁশবনে ঢাকা,
স্নিগ্ধ কচি লতা যেন পথিকের সখা।
কোথাও সে উঁচুগিরি, কোথাও নিচু কোল,
শাখায় বানর নাচে, তুলে হুল্লোল।
ঝর্ণা নামে লাফিয়ে, ছড়িয়ে জলকণা,
সে রূপ নেহারি পাখি করে যে বন্দনা।
গহিন সে বনে আছে পাহাড়ি পাখির বাস,
মধুর সে কলতানে মেটে মনের আশ।
সকালবেলার আলো পড়ে যখন শিরে,
সোনা রঙ লাগে যেন পাহাড় ঘিরে।
বুনোফুল হেসে ওঠে আপন খেয়ালে,
প্রজাপতি উড়ে যায় রঙিন পাখা মেলে।
সন্ধ্যা নামে ধীরে, আঁধারের মায়াজাল,
জোনাকিরা দীপ জ্বালে, কাটে নিশি কাল।
এই রূপে মুগ্ধ হয়ে, প্রাণ যে জুড়ায়,
পাহাড়ের কোলে যেন শান্তি খুঁজে পাই।
