মসজিদের নাম ভাঙিয়ে ফ্ল্যাট দখলের চেষ্টা, মামলা দায়ের


চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় মসজিদের নাম ভাঙিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাসরত ফ্ল্যাট দখলের অভিযোগ উঠেছে একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় চক্রটি গত বুধবার (১৪ মে) দুপুরে ‘ভিষণ ইউনিটি টাওয়ার’ নামে একটি ভবনে হামলা ও ভাঙচুর করেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ মে) হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী ও ফ্ল্যাট মালিক জয়াশীষ বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মসজিদের জায়গা দাবি করে ‘ভিষণ ইউনিটি টাওয়ারে’ থাকা তার ফ্ল্যাট দখলের চেষ্টা করে। একপর্যায়ে গত বুধবার দুপুরে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী দল লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে ভবনের কয়েকটি ফ্ল্যাটে হামলা চালায় এবং ভাঙচুর করে। বাদি আরও জানান, আগেও তাদের বিরুদ্ধে ২০২৪ সালে চাঁদাবাজির মামলা রয়েছে।

অভিযুক্ত দিদারুল আলম, হানিফ আলম, বাহার উদ্দিন, আশরাফ, সেলিম ফারুকী ও আলমসহ মোট ৬ জনের নাম উল্লেখ করে এবং ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেছেন জয়াশীষ বড়ুয়া।

ওই ভবনের তৃতীয় তলায় বসবাসরত ত্রিদিব বড়ুয়া জানান, গতকাল বুধবার দুপুরে একদল সন্ত্রাসী এসে আচমকা তাদের বাসায় হামলা ও ভাঙচুর চালায়। এতে ভবনের ফ্ল্যাটে থাকা নারী-শিশুরা চরম আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় তারা ভবনের সিসি ক্যামেরা ও স্টোর রুমে রাখা মালামাল নিয়ে যায়। বর্তমানে তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। ত্রিদিব বড়ুয়া আরও জানান, গত বছরের ২২ ফেব্রুয়ারি এসব চাঁদাবাজ থেকে রক্ষা পেতে তারা সিএমপি কমিশনারের কাছে আবেদন করেছিলেন।

অভিযুক্ত দিদারুল আলম বলেন, “আমরা মসজিদের জায়গা উদ্ধার করতে গিয়েছিলাম। সিডিএ কাজ বন্ধ করছেনা বিধায় আমরা নিজেরা কাজ বন্ধ করতেছি।”

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। সংখ্যালঘু হোক বা যে-ই হোক, আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”