লোহাগাড়ায় দিনে দুপুরে তিন মিনিটে মোবাইল দোকানে চুরি


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাত্র তিন মিনিটের মধ্যে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৬ মে) দিনে দুপুরে সংঘটিত এই ঘটনায় বিভিন্ন ব্র্যান্ডের ৪২টি স্মার্টফোন এবং দোকানে রক্ষিত নগদ ১ লক্ষ ৫২ হাজার টাকা চুরি হয়েছে বলে দোকানমালিক দাবি করেছেন।

শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার বটতলী শহরের সাঈদ প্লাজার আঞ্জুমান টেলিকম এ চুরির ঘটনা ঘটে। দোকানমালিক রায়হান জানান, দুপুর ১টা ২০ মিনিটের দিকে দোকান বন্ধ করে জুমার নামাজের জন্য মসজিদে চলে যান তিনি। জুমার নামাজ পড়ে দোকান খুলতে গিয়ে দেখতে পান দুটি শাটারের একটিতে নতুন তালা লাগানো।

তিনি দোকানের সিসিটিভি ক্যামেরা দেখে জানতে পারেন, মুখে মাস্ক পরা একজন লোক দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে মোবাইল ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে। চুরি শেষে চোরেরা পুরনো তালা ভেঙে দোকানে নতুন তালা লাগিয়ে যান। দোকানমালিক বলেন, “আমার সব কিছু শেষ হয়ে গেছে।” তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন এবং পুলিশকে খবর দিয়েছেন।

লোহাগাড়া মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রিদওয়ানুল কবির এরফান জানান, এটি খুবই দুঃখজনক ঘটনা। দিনের বেলায় এমন ঘটনায় নিরাপত্তার বিষয়টি ভাবিয়ে তুলছে এবং ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দিনের বেলায় চুরি হওয়ার কারণে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।