হাটহাজারীতে ট্রাকচাপায় মোটরবাইক আরোহী নিহত, আহত ১


চট্টগ্রামের হাটহাজারীতে দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের চাপায় মোটরবাইক আরোহী এক যুবক নিহত এবং অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে হাটহাজারী পৌরসভার বড়ুয়া পাড়া এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল মুনতাসির (২৪) হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হেদায়েত আলী বাড়ির মো. কামাল উদ্দিনের ছেলে। গুরুতর আহত তুষার আবদুল্লাহ ফটিকছড়ি উপজেলার বক্তপুর তালুকদার বাড়ির মো. নুরুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুনতাসির ও তার বন্ধু তুষার আবদুল্লাহ একটি গায়ে হলুদের অনুষ্ঠান থেকে মোটরবাইকে করে বাসায় ফিরছিলেন। পৌরসভার বড়ুয়া পাড়া অতিক্রম করার সময় নাজিরহাটমুখী একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মুনতাসিরকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত তুষারকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহত তুষারের বন্ধু জুবায়ের জানিয়েছেন, দুর্ঘটনায় পড়া মোটরবাইকটি তুষারেরই ছিল।

নাঙ্গলমোড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মুনতাসির দুই ভাই ও এক বোনের মধ্যে একজন ছিলেন। তার বাবা ও এক ভাই বিদেশে থাকেন।

এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল্লাহ হাওলাদার শনিবার সকাল সাড়ে দশটার দিকে বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”