রাউজানে ৯ গরুসহ ট্রাক ছিনতাই, ৮টি উদ্ধার; শনাক্ত অপরাধীরা


চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে রাউজান পৌরসভা এলাকা থেকে এক ব্যবসায়ীর ৯টি গরুসহ একটি ট্রাক ছিনতাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮টি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ মে) সকালে এই ঘটনায় ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

রাউজান থানা পুলিশ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির মাইনী এলাকা থেকে ৯টি গরু কিনে ট্রাকে (চট্টমেট্রো-ন-১১-৭৭৪৬) করে বোয়ালখালীর দিকে যাচ্ছিলেন মৌসুমী গরু ব্যবসায়ী আবদুর রহিম। শনিবার গভীর রাতে (আনুমানিক রাত ১২টা) চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় পৌঁছালে ৪-৫ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে ট্রাকটি থামায়। এরপর ব্যবসায়ী রহিম ও ট্রাকচালককে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে গরুসহ ট্রাক, ব্যবসায়ীর কাছে থাকা নগদ ১ লাখ টাকা এবং একটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকা থেকেই ৮টি গরুসহ ট্রাকটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেলও (চট্ট মেট্রো-ল-১৭-১৫৭৮) জব্দ করা হয়েছে।

এদিকে, গরু উদ্ধারের খবর পেয়ে সম্প্রতি গরু চুরির শিকার হওয়া অন্য মালিকরাও থানায় ভিড় করেন। তবে উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে তাদের গরু ছিল না বলে জানিয়েছেন নাছির উদ্দিন নামে এক ব্যক্তি, যার চারটি গরু শনিবার রাতে চুরি হয়েছিল।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “সড়কে গাড়ি আটকে গরু ছিনতাইয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান শুরু করি। ৮টি গরু উদ্ধার করা হয়েছে এবং দুষ্কৃতকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরও একটি গরু উদ্ধারের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, মোটরসাইকেলের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং শনাক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হবে।