পটিয়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Arrest
চট্টগ্রামের পটিয়ায় একটি পুরোনো বিস্ফোরণ মামলায় যুবলীগের এক নেতা ও ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাতে উপজেলার কুসুমপুরা ও কচুয়াই ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুসুমপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ এমরান (৪৩) এবং কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রেজা এ মাওলা সাকিব (২০)। এমরান কুসুমপুরা ইউনিয়নের আলতাজ বাপের বাড়ির মৃত পেয়ার মোহাম্মদ সওদাগরের ছেলে এবং সাকিব কচুয়াই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাছা ফকিরের বাড়ির মো. শাহ উদ্দিনের ছেলে।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৮ অক্টোবর উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মো. বাবু বাদী হয়ে একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ৬৮ জনকে এজাহারভুক্ত এবং আরও ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল।

পুলিশ জানায়, মামলার তদন্তে গ্রেপ্তারকৃত এমরান ও সাকিবের সংশ্লিষ্টতা পাওয়ার পর শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৮ মে) দুপুরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, “বিগত বছরের অক্টোবরে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের একটি বিস্ফোরক মামলায় তদন্তের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়ে দুই ছাত্রলীগ ও যুবলীগ নেতার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।”