আরিফুজ্জামান আরিফ, বেনাপোল : বেনাপোলে শুক্রবার বিকেলে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হয়ে এসেছিলেন তিনি। খেললেন ফুটবল। মাতালেন মাঠ।
দীর্ঘদিন পর বিস্তীর্ণ খেলার মাঠ আর পায়ে পায়ে ফুটবল দেখে স্থির থাকতে পারেননি তিনি। নিজেই মাঠে নেমে যান নির্ধারিত জার্সি পরে। খেললেন লোহাগড়া পৌরসভা ফুটবল একাদশের পক্ষে। আর তিনি হলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
লোহাগড়া পৌরসভা ফুটবল একাদশের পক্ষে পুরো খেলাই খেললেন তিনি। চাঞ্চল্য সৃষ্টি করলেন এলাকায়। প্রায় অর্ধলক্ষ মানুষ দারুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে উপভোগ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়কের খেলা। এর মধ্যদিয়ে কিছুক্ষণের জন্য বেনাপোলবাসী ফিরে গেলেন ফুটবলের গৌরবোজ্জ্বল অতীতে। একদিকে মন্ত্রী, অন্যদিকে ফুটবল তারকা-দুটোকে একসাথে একই ফ্রেমে পেয়ে কিছু সময়ের জন্য উদ্বেলিত হয়ে উঠেছিল বেনাপোলের মানুষ।

সাবেক এই ফুটবল তারকা খেলার প্রথমার্ধে লোহাগড়া পৌরসভা ফুটবল একাদশের হয়ে মাঠে নামেন এবং শেষ পর্যন্ত খেলেন। তবে তিনি খেলায় কোনো গোল পাননি এবং তার দল ২-০ গোলে চুয়াডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশের কাছে হেরে যায়।
খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি।
