যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক হলেন চবি ছাত্রদলের সাবেক নেতা কাইয়ুম


যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ুম। গত ১৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদিত হয়। নতুন কমিটিতে আফজাল হোসেনকে সভাপতি এবং বাবর চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা আব্দুল কাইয়ুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব, হাটহাজারী উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অর্থ সম্পাদক ও পরে জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

তার পারিবারিক সূত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়। কাইয়ুম উল্লেখ করেছেন যে, রাজনৈতিক কারণে তিনি বিভিন্ন সময় একাধিক মামলা ও চাপের শিকার হয়েছেন এবং এক পর্যায়ে যুক্তরাজ্যে অবস্থান নেন। সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। তিনি যুক্তরাজ্যভিত্তিক ‘সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্ন্যান্স’ নামে একটি মানবাধিকার সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্বে আছেন বলে জানিয়েছেন।

যুক্তরাজ্য যুবদলে নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুল কাইয়ুম বলেন, “দলের নেতৃবৃন্দ আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “যুক্তরাজ্যে প্রবাসী যুব সমাজকে সংগঠিত করে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন, এই মনোনয়নের মাধ্যমে প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরুণ নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব আরও বাড়ল।