কে এই মুছা ?

Screenshot_27চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দিতে মোতালেব ওরফে ওয়াসিম জানিয়েছেন ঘটনার নির্দেশদাতা ‘পুলিশের বড় সোর্স’ মুছা। কিন্তু কে এই মুছা?

মুছার পুরো নাম কামরুল সিকদার মুছা। মুছা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রাণীরহাট এলাকার মৃত শাহআলম সিকদারের পুত্র। রাঙ্গুনিয়ার সন্ত্রাসী মুছা দুধর্ষ হয়ে উঠে সাবেক বিএনপি সরকারের আলমে।

যুদ্ধপরাধে ফাসিঁ হওয়া সাকা চৌধুরী বাহিনীর অন্যতম হোতা মুছা ৮ম শ্রেনী পাস। তবে পুলিশের সোর্স হিসেবে দীর্ঘ দিনের অভিজ্ঞতা রযেছে তার। বাবুল আকতার হাটহাজারীতে দায়িত্ব পালনকালীন সময়ে তার সোর্স হিসেবে কাজ করেছে এ মুছা।

সাবেক তত্ত্বাবধায়ক সরাকরের আমলে সেনাবাহিনীর হাতে অস্ত্র সহ আটক হয় মুছা। পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে যায়। মুসা শিকদার ভাড়াটে কিলার হিসাবে রাঙ্গুনিয়াতে পরিচিত। বিভিন্ন সময় র‌্যাব-পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করার হাজারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাঙ্গুনিয়ার বিভিন্ন হত্যাকান্ডে মুছার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাদাাঁবাজিসহ ৮টির বেশী মামলা রয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, মুছাকে গ্রেফতারে অভিযান চলছে।