
বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার থেকে সাগর বেশ উত্তাল রয়েছে এবং এই অবস্থা আগামী দু-তিন দিন অব্যাহত থাকতে পারে। চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই কক্সবাজার সমুদ্রবন্দরের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান শুক্রবার জানান, উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই পরিস্থিতি আরও দু-এক দিন থাকতে পারে। তিনি বলেন, “আগামী ২৬, ২৭ কিংবা ২৮ মের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।”
এদিকে, বৈরী আবহাওয়ার মধ্যেও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের আনাগোনা দেখা গেছে। পর্যটকদের সমাগমের কারণে জেলা প্রশাসন সৈকতে গোসলে নামার ক্ষেত্রে সতর্কতা জারির পাশাপাশি বালুচরে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে। তাদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড সদস্য এবং বিচকর্মীরা সতর্ক অবস্থায় রয়েছেন।”
