
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈনকে উপজেলার দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সম্প্রতি এই কমিটির অনুমোদন দেয়।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাশেমের সই করা এক অফিস আদেশে জানানো হয়, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মো. ইলিয়াছ এবং অভিভাবক সদস্য হিসেবে মোহাম্মদ ইলিয়াছকে মনোনীত করা হয়েছে।
এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মুহাম্মদ তারেক হোছাঈন সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছেন।
দায়িত্ব পাওয়ার পর মুহাম্মদ তারেক হোছাঈন এক বিবৃতিতে বলেন, “প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব। এই স্কুলটিকে সাতকানিয়া উপজেলার একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সুধীজনসহ সবার সহযোগিতা কামনা করছি।”
