
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের ছয়টি সুপারিশ বাস্তবায়ন স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
সোমবার সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন। কয়েকটি পর্যবেক্ষণ দিয়ে এ আদেশ দিয়েছে আদালত।
আদেশে আদালত বলেছে, নারী কমিশনের সুপারিশ এখনো বাস্তবায়িত হয়নি।
“বিষয়টি এ কারণে প্রিম্যাচিউর। এ কারণে আবেদনটি খারিজ করা হলো” বলে উল্লেখ করেছে হাইকোর্ট।
গত চৌঠা মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট আবেদন করেন।
আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, রিট আবেদনে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিতর্কিত বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।
ওই প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর অধ্যায়ের সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত ও আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতেও রুলও চেয়েছিলেন তিনি।
রিটকারীর দাবি এগুলো শরিয়ত ও জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
