চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় এক ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করা হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এই ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ মো. হারুন (৪০) প্রয়াত বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর ভাই আলমগীর চৌধুরীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ সমাবেশ ও শোভযাত্রার আয়োজন করেছিলেন তিন কাউন্সিলর। শোভাযাত্রার এক পর্যায়ে হারুনকে গুলি করা হয়েছে। তার বুকে তিনটি গুলি লেগেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
