
খাগড়াছড়ির দীঘিনালায় টানা ভারী বর্ষণে মাইনী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্লাবিত নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৩৮টি পরিবারকে শুকনো খাবার বিতরণ করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফি ও সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী হাবিবুল্লাহ রানা, যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন এবং কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম।
উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্বের অংশ। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
সহায়তা পেয়ে মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে থাকা মো. কাউছার আলম বলেন, “বিএনপি আমাদের পাশে দাঁড়াইছে, খাওন দিছে, তাদের জন্য দোয়া করমু।”
আরেক আশ্রয় নেওয়া নারী জমিলা বেগম বলেন, “এই বিপদের সময় বিএনপি সাহায্য করছে। বিএনপিকে ধন্যবাদ জানাই।”
বিএনপির এই খাদ্য সহায়তা পেয়ে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
