ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে আতঙ্ক; খাবার-পানি মজুত


ইরানে হামলার পর পাল্টা জবাবের আশঙ্কায় ইসরায়েলজুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে এবং দেশটির জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেরুজালেমের সুপারমার্কেটগুলোতে খাবার ও পানি মজুত করার জন্য মানুষের ভিড় জমেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোররাতে সাইরেন বাজিয়ে এবং মোবাইলে সতর্কবার্তা পাঠিয়ে দেশের জনগণকে “গুরুতর হুমকি”র বিষয়ে জানানো হয় এবং সবাইকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়।

উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ দেশজুড়ে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করেছে। হাসপাতালগুলোকেও আংশিক সুস্থ রোগীদের ছেড়ে দিয়ে নতুন রোগীদের জন্য শয্যা প্রস্তুত রাখতে বলা হয়েছে।

পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরের সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এরই মধ্যে ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন ইসরায়েলের দিকে রওনা হয়েছে, যা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছে।