
এবারের কোরবানির ঈদের আগে-পরে ১৫ দিনে সারা দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটি বলছে, গত বছরের তুলনায় এবার দুর্ঘটনা ২২ দশমিক ৬৫ শতাংশ এবং প্রাণহানি ১৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ৩১ মে থেকে ১৪ জুন পর্যন্ত ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে মোট ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও এক হাজার ১৯৪ জন আহত হয়েছেন। এর মধ্যে রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন এবং নৌপথে ১১টি দুর্ঘটনায় ১২ জন মারা গেছেন।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, এবারের ঈদেও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ১৩৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৭ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৫ শতাংশের বেশি।
দুর্ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে ঈদের আগে ছুটি কম থাকা, ভাঙাচোরা সড়ক, বিশ্রামহীনভাবে যানবাহন চালানো এবং মহাসড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচলকে চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি।
ভবিষ্যতে দুর্ঘটনা রোধে মহাসড়কে পৃথক সার্ভিস লেন নির্মাণ, দক্ষ চালক তৈরি এবং ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করাসহ বেশ কিছু সুপারিশ করেছে সংগঠনটি।
