বাংলাদেশের জন্য আরও ৮০ কোটি ডলার ঋণ বাড়াল আইএমএফ


আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য চলমান ঋণ কর্মসূচির আটকে থাকা দুই কিস্তির ১৩৪ কোটি (১.৩৪ বিলিয়ন) ডলার ছাড়ের অনুমোদন দিয়েছে। এর সঙ্গে আরও ৮০ কোটি ডলার বাড়তি ঋণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এর ফলে ৪৭০ কোটি ডলারের মূল ঋণ কর্মসূচির আকার বেড়ে দাঁড়াল ৫৫০ কোটি ডলারে।

সোমবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইএমএফ জানায়, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখার লক্ষ্যে বাংলাদেশকে এই বাড়তি সহায়তা দেওয়া হয়েছে।

২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফ বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে। প্রথম তিন কিস্তি ছাড় করা হলেও রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ না করা এবং মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করতে দেরিসহ কয়েকটি শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় চতুর্থ কিস্তি আটকে যায়।

পরে দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে সমঝোতা হলে এখন চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড় করার অনুমোদন দিল আইএমএফের পর্ষদ।