চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে চকবাজার ডিসি রোডের একটি বাসায় ‘ফাঁস লেগে’ ৮ বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃত সানিয়া আক্তার (৮) কক্সবাজার জেলার টেকনাফের হ্নিলা মৌলভীবাজার মিয়া বাড়ির আবদুস শুক্কুরের মেয়ে। চকবাজার ডিসি রোডের শিশু কবরস্থান এলাকার রওশন ম্যানশনের চতুর্থ তলায় ভাড়া থাকতো সানিয়া। সে স্থানীয় উইলস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, পড়ার ঘরের জানালার সঙ্গে টাই লাগিয়ে সানিয়া আত্মহত্যা করেছে বলে তার পরিবার পুলিশকে তথ্য দিয়েছে। মুমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
