ইরানে ‘মোসাদ এজেন্টদের’ বিরুদ্ধে অভিযান, ৭ শতাধিক গ্রেপ্তার


ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত ১২ দিনে দেশজুড়ে ৭ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইরান। সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাতের সময়কালে এই গণগ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম খবর দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এবং নূরনিউজ জানায়, কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফার্স ও লোরেস্তানসহ বিভিন্ন প্রদেশ থেকে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য পাচার ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

এই ধরপাকড়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলপন্থী পোস্ট শেয়ার করার অভিযোগে আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি তদারকির জন্য তেহরানে একটি বিশেষ প্রসিকিউশন ইউনিট গঠন করা হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে ইরানের ভেতরে অভিযান পরিচালনার কথা স্বীকার করার পর থেকেই দেশটিতে নিরাপত্তা সতর্কতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, মানবাধিকার সংস্থাগুলো এই গণগ্রেপ্তারের আইনি স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অতীতেও এ ধরনের গ্রেপ্তারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে একাধিক মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথাও দাবি করা হয়েছে, যদিও এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।