রাঙামাটিতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় জুরাছড়ি উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত নেতার নাম অরবিন্দ চাকমা (৪৫)। তিনি জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে জুরাছড়ি উপজেলার সুভলং খাগড়াছড়ি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা।

এ ঘটনার জন্য কাউকে দায়ী না করলেও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর।

তবে অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির মুখপাত্র সজীব চাকমা বলেন, “এই ধরনের কোনো ঘটনার সঙ্গে জনসংহতি সমিতি জড়িত থাকার প্রশ্নই আসে না।”

এ ব্যাপারে জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত বলেন, ”তদন্ত না করে এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। কেন এই হত্যাকাণ্ড, কারা ঘটিয়েছে তা বের করার চেষ্টা করছি আমরা।”

এর আগে মঙ্গলবার সকালে নানিয়ারচর উপজেলায় ইউপিডিএফ সমর্থক ও সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ইউপিডিএফ ও সদ্যগঠিত ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ পরস্পরকে দায়ী করেছে।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জেলা আওয়ামী লীগ।