
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কক্সবাজার স্টুডেন্টস ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু জাফরকে সভাপতি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইমুল ইসলাম ফরহাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ফোরামের বার্ষিক সাধারণ সভা ও অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী ১৯তম ব্যাচকে বিদায় এবং নবাগত ২৩তম ব্যাচকে বরণ করে নেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি আবু জাফর বলেন, “সিএসএফ হবে চুয়েটের একমাত্র ওয়েবসাইটভিত্তিক সংগঠন, যেখানে সিনিয়র-জুনিয়রের মধ্যে যোগাযোগ, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ারমুখী সহযোগিতা থাকবে প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম ফরহাদ বলেন, “ইঞ্জিনিয়ারিং সেক্টরে কক্সবাজারের প্রতিনিধিত্ব বাড়াতে স্টাডি ট্যুর আয়োজনসহ একাধিক কার্যক্রম হাতে নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বার্থে সংগঠন সর্বদা পাশে থাকবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও চুয়েটের পৌরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্য। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নুরশেদুল মামুন, সঞ্জয় দাশ এবং ফোরামের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ উদ্দিন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে আশরাফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
