নূরুল হুদাকে জুতা পেটা, ‘দেশের মানুষকে অসভ্য বলবে বিশ্ব’: মান্না


সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ওপর সাম্প্রতিক হামলাকে ‘নির্লজ্জ ও বর্বর’ ঘটনা হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, নূরুল হুদা ‘বড় অপরাধ’ করলেও তার বিচার হতে হবে আইনের মাধ্যমে, গণপিটুনির মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নয়।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, “সেদিন নূরুল হুদার ওপর যে হামলা হলো, আমি টিভিতে যখন দেখলাম, সাধারণ লোকজন তাঁর গালে থাপ্পড় দিচ্ছে, জুতা দিয়ে বাড়ি দিচ্ছে। এত বড় নির্দয় ও বর্বর ঘটনা আমি খুব কম দেখেছি। সারা পৃথিবীর মানুষ দেখলে বলবে, বাংলাদেশের মানুষগুলো অসভ্য ও বর্বর। এগুলো আমাদের বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমি মনে করি নূরুল হুদা এত বড় অপরাধ করেছে যে, তার সর্বোচ্চ শাস্তি হতে পারে। বিচার করে সেই শাস্তি দেন। কিন্তু এভাবে জনগণের নামে হই হই করে যে কারও গায়ে হাত তোলা হলে একসময় নিরীহ মানুষও হেনস্তার শিকার হবে। এটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হওয়া উচিত।”

এ ধরনের ঘটনাকে ‘মব জাস্টিস’ বলতে নারাজ মান্না। তিনি বলেন, “আমি এটাকে মব জাস্টিস বলি না। এটা মব ভায়োলেন্স, এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা আইনের শাসনের জন্য লড়াই করছি। আইন ও বিচার প্রতিষ্ঠা করতে হবে।”

‘চাই ক্ষমতার দাপটমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক জানে আলম।