
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ও কলেজ শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন স্থানীয় এক বিএনপি নেতা।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
আয়োজকরা জানান, কলেজ ছাত্রদলের কর্মীদের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থীর মাঝে কলম, ফাইল, খাবার স্যালাইন, মাস্ক এবং মিনারেল ওয়াটারের বোতল বিতরণ করা হয়।
এ বিষয়ে আয়োজক আবু আহমেদ হাসনাত বলেন, “আমি নিজে ছাত্রদলের হাতে গড়া নেতা। আমাদের আদর্শ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও দেশনায়ক তারেক রহমান। সেই আদর্শ ও নীতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “এক সময় বিভিন্ন কলেজে ছাত্র সংসদ নির্বাচন হতো, আমরা সেই গণতান্ত্রিক ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি। গত ১৭ বছরে গণতান্ত্রিক চর্চা থেকে শিক্ষার্থীরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছাত্রদল থেকেই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে উঠুক, এটিই আমাদের লক্ষ্য।”
রাঙ্গুনিয়া সরকারি কলেজের ডিগ্রি শ্রেণির শিক্ষার্থী বোরহান উদ্দিন সোহান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আবু আহমেদ হাসনাতের পক্ষ থেকে আমরা আজ প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থীর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেছি। পাশাপাশি করোনা প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাস্কও দিয়েছি।”
